Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিদ্যুৎ বন্ধের জরুরী বিজ্ঞপ্তি
বিস্তারিত

বিদ্যুৎ বন্ধের জরুরী বিজ্ঞপ্তি


 


বিতরণ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কক্সবাজার দপ্তরের আওতাধীন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগের উন্নয়ন কাজের জন্য বৈদ্যুতিক লাইন ও খুঁটি স্থানান্তর কাজ এবং জরুরী মেরামত ও রক্ষনাবেক্ষন সহ গাছপালার শাখা প্রশাখা কর্তন কাজের স্বার্থে বিতরণ বিভাগ,  বিউবো, কক্সবাজার দপ্তরের বিভিন্ন ১১ কেভি ফিডারের  আওতাধীন উত্তর ও দক্ষিণ আদর্শ গ্রাম, চন্দ্রীমা, কলাতলী ডলফিন মোড়, কলাতলী রোড, মেরিন ড্রাইভ রোড, মধ্যম কলাতলী, বড়ছড়া এলাকা, দরিয়ানগর, হিমছড়ি, মাঙ্গালাপাড়া, হোটেল মোটেল জোন, সৈকত পাড়া, কলাতলী টিএন্ডটি, সুগন্ধা, লাইট হাউজ পাড়া, সরণ সৈকত, লাবনী পয়েন্ট, মোটেল রোড, বাহারছড়া, সার্কিট হাউজ রোড, হাসপাতাল সড়ক, এয়ারপোর্ট রোড, নুনিয়ারছড়া, চেয়ারম্যান পাড়া, নতুন বাহারছড়া, টুটিয়া পাড়া, বদর মোকাম, এন্ডারসন রোড, বড়বাজার, চাউল বাজার, পেশকারপাড়া, বাজারঘাটা, লালদিঘীর পাড়, সিকদার পাড়া, বড়–য়া পাড়া, বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া, আলির জাহাল, এস এম পাড়া, গোদার পাড়া, খুরুস্কুল রাস্তার মাথা, দক্ষিণ রুমালিয়ার ছড়া, বাচা মিয়ার ঘোনা, এবিসি ঘোনা, হাসেমিয়া মাদ্রাসা, গরুহালদা রোড, সিটি কলেজ, সাহিত্যিকা পল্লী, কালুর দোকান, পাহাড়তলী, ইসুলের ঘোনা, ক”ছপিয়া পুকুর পাড়, পাহাড়তলী বাজার, বাদশা ঘোনা,  হালিমা পাড়া, প্রধান সড়কের দক্ষিণ পাশ, বৌদ্ধমন্দির রোড, গোলদিঘীর পাড়, বায়তুশ শরফ রোড, বৈল্লাপাড়া, ঘোনার পাড়া, বৈদ্যঘোনা, মধ্যম ঘোনার পাড়া, মোহাজের পাড়া, হাসপাতাল সড়ক, আইবিপি মাঠ, লার পাড়া, উত্তরণ,  বাসর্টামিনাল, সিএনজি ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকা, লার পাড়া ইসলামাবাদ, নতুন জেল গেট এলাকাসহ তৎসংলগ্ন এলাকায় শনিবার, ১৫ই জানুয়ারী, ২০২২ খ্রীঃ সকাল ০৭ঃ৩০ টা থেকে বিকাল ৫ঃ০০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আন্তরিক ভাবে দুঃক্ষিত।


 


কাজ সম্পাদন হওয়া সাপেক্ষে নির্ধারিত সময়ের পূর্বে লাইন চালু করা হবে।


 


এ বিষয়ে সকলের সহযোগিতা কাম্য।


ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
13/01/2022
আর্কাইভ তারিখ
17/01/2022